অর্ধ শতাব্দীর চেয়ে বেশি সময় ধরে বিশ্বজুড়ে বিভন্ন দেশে Concrete Hollow Block গৃহ-নির্মান কাজে মৌলিক নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে এ প্রযুক্তি কিছু কাল পূবর্ হতে প্রয়োগ হয়ে আসছে। সমসাময়িক কালে সাশ্রয়ী মুল্যের কারনে এ ধরনের পন্যের ব্যবহার দিন দিন বেড়ে চলছে। Concrete Hollow Block সমূহ চিরাচরিত ব্যবহার্য পোড়া ইটের তুলনায় অনেক বেশী সাশ্রয়ী এবং এটি অনেক বেশি সময়, শ্রম ও শক্তি বাঁচায়।
90 mm Hollow Block Wall ও 5” Brick wall এর তুলনা |
---|
Block এর ব্যাবহার ১১৩ টি এবং ইটের ব্যাবহার ৫০০ টি |
Block এর ব্যাবহারে খরচ বাঁচে ১১.৭২% |
Block এর ব্যাবহারে ওজন কমে ৫১.০২% |
Block এর ব্যাবহারে রুমের এরিয়া বাড়ে ৭.৬৫ বর্গফুট |
100 mm Hollow Block Wall ও 5” Brick wall এর তুলনা |
---|
Block এর ব্যাবহার ১১৩ টি এবং ইটের ব্যাবহার ৫০০টি |
Block এর ব্যাবহারে খরচ বাঁচে ১১.২৭% |
Block এর ব্যাবহারে ওজন কমে ৪৩.৩৯% |
Block এর ব্যাবহারে রুমের এরিয়া বাড়ে ৬.৪১ বর্গফুট |
140 mm Hollow Block Wall ও 10” Brick wall এর তুলনা |
---|
Block এর ব্যাবহার ১১৩ টি এবং ইটের ব্যাবহার ৯৫০ টি |
Block এর ব্যাবহারে খরচ বাঁচে ৩০.৪৮% |
Block এর ব্যাবহারে ওজন কমে ৫৮.১৫% |
Block এর ব্যাবহারে রুমের এরিয়া বাড়ে ১৪.৯৭ বর্গফুট |
দেয়ালের ওজন কম বিধায় কলামের সাইজ কম লাগে এবং ফুটিং এর সাইজ, গভীরতা ও রড় কম লাগে। এভাবে আপনার বিল্ডিং এর বিভিন্ন খরচ কমিয়ে সর্বমোট খরচের ২০ ভাগ পর্যন্ত কমানো সম্ভব
ইলেকট্রিক/পানির জন্য পাইপ খাড়াভাবে লাগাতেহলে নির্ধারিত ড্রই অনুযায়ী নির্দিষ্ট দেওয়ালের ব্লকের ফাঁকা অংশের মধ্যে দিয়ে পাইপ দিতে হবে। আড়াআড়ি ভাবে পাইপ বসাতে হলে ছবির মত করে ব্লকের রিব কেটে পাইপ বসাতে হবে।
এই জন্য ইলেক্ট্রিক/পানির পাইপ বসানোর জন্য আগে থেকেই ইলেক্ট্রিক/পানির সাপ্লাই লাইন ড্রাইং এবং প্লানিং থাকা আবশ্যক, যা আপনাকে পরবর্তীতে দেওয়াল কাটা.ভাংগার হাত থেকে রক্ষা করবে। ব্লকের গাঁথুনী শেষ হওয়ার পর যদি ইলেক্ট্রিক/পানির পাইপ লাইনের কোন স্থান পরিবর্তন প্রয়োজন হয় অবশ্যই ব্লক ওয়াল ইলেক্ট্রিক কাটার মেশিন দিয়ে কেটে পাইপ লাইন বসাতে হবে।
সীমানা প্রাচীর বা কোন লো-রাইজ নির্মানের জন্য সহজেই সাটারিঙ ব্যতীত কলাম তৈরী করা যায় এতে করে আপনার সময় ও কলামের সাটারিং খরচ বেঁচে যাবে এবং রডের খরচ কমবে। বিল্ডিংয়ের ভিতর দশ *(১০) ফুট বা তার চেয়ে বেশী লম্বা কোন আবদ্ধ দেয়ালের মঝে ছবির মত দুটো ১০ মি.মি. (৩ সুতা) রড দিয়ে ১:২:২ অনুপাতে লিন্টেল পর্যন্ত গ্রাউট করে দিতে হবে।
দুটো আর,সি.সি কলামের মাঝের দেয়ালের যে কোন একপাশে কলাম ও দেয়ালের মাাঝে ছবির মত করে সিমেন্টের ব্যাগের কাগজ ভাজ করে দিয়ে কন্ট্রোল জয়েন্ট তৈরী করুন।