Hollow Block

Concrete Hollow Block

Concrete Hollow Block

অর্ধ শতাব্দীর চেয়ে বেশি সময় ধরে বিশ্বজুড়ে বিভন্ন দেশে Concrete Hollow Block গৃহ-নির্মান কাজে মৌলিক নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে এ প্রযুক্তি কিছু কাল পূবর্ হতে প্রয়োগ হয়ে আসছে। সমসাময়িক কালে সাশ্রয়ী মুল্যের কারনে এ ধরনের পন্যের ব্যবহার দিন দিন বেড়ে চলছে। Concrete Hollow Block সমূহ চিরাচরিত ব্যবহার্য পোড়া ইটের তুলনায় অনেক বেশী সাশ্রয়ী এবং এটি অনেক বেশি সময়, শ্রম ও শক্তি বাঁচায়।

Hollow Block ব্যাবহারে সাশ্রয়

  • ইটের দেয়ারের তুলনায় ৫০-৬০ ভাগ ওজন কমায়
  • ইটের দেয়ালের তুলনায় ১৫-২০ ভাগ খরচ বাঁচায়
  • প্লাস্টার সহ টের দেয়ালের তুলনায় কুমের ক্ষেত্রফল ৫-১৪ বর্গফুট বাড়ায়
  • অগ্নি, তাপ ও শব্দ নিরোধক
  • পানি শোষণ ক্ষমতা মাত্র ৬-৭ ভাগ
Hollow Block

Hollow Block VS Red Brick

প্রতি ১০০ বর্গফুট কাজে

90 mm Hollow Block Wall ও 5” Brick wall এর তুলনা
Block এর ব্যাবহার ১১৩ টি এবং ইটের ব্যাবহার ৫০০ টি
Block এর ব্যাবহারে খরচ বাঁচে ১১.৭২%
Block এর ব্যাবহারে ওজন কমে ৫১.০২%
Block এর ব্যাবহারে রুমের এরিয়া বাড়ে ৭.৬৫ বর্গফুট
100 mm Hollow Block Wall ও 5” Brick wall এর তুলনা
Block এর ব্যাবহার ১১৩ টি এবং ইটের ব্যাবহার ৫০০টি
Block এর ব্যাবহারে খরচ বাঁচে ১১.২৭%
Block এর ব্যাবহারে ওজন কমে ৪৩.৩৯%
Block এর ব্যাবহারে রুমের এরিয়া বাড়ে ৬.৪১ বর্গফুট
140 mm Hollow Block Wall ও 10” Brick wall এর তুলনা
Block এর ব্যাবহার ১১৩ টি এবং ইটের ব্যাবহার ৯৫০ টি
Block এর ব্যাবহারে খরচ বাঁচে ৩০.৪৮%
Block এর ব্যাবহারে ওজন কমে ৫৮.১৫%
Block এর ব্যাবহারে রুমের এরিয়া বাড়ে ১৪.৯৭ বর্গফুট

দেয়ালের ওজন কম বিধায় কলামের সাইজ কম লাগে এবং ফুটিং এর সাইজ, গভীরতা ও রড় কম লাগে। এভাবে আপনার বিল্ডিং এর বিভিন্ন খরচ কমিয়ে সর্বমোট খরচের ২০ ভাগ পর্যন্ত কমানো সম্ভব

Concrete Hollow Block এর সুবিধাসমূহ

Concrete Hollow Block

ব্যাবহারিক সুবিধা

  • শব্দ, অগ্নী ও তাপ নিরোধক।
  • দেয়াল না কেটে অতি সহজে ইলেক্ট্রিক্যাল/সেনেটারী পাইপ বসানো যায়।
  • গাঁথুনীর আগে সাধারণ ইটের মত এই ব্লক পানিতে ভেজাতে হয় না এবং প্লাস্টারের আগে দেয়াল ভেজাতে হয় না।
  • ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না।
  • Concrete Block মাটি দিয়ে তৈরি নয় বিধায় দেয়ালে লোনা ধরে না।
  • সাধারন দেয়ালের মত ঘামে না, ড্যাম্প হয় না, ফাংগাস পড়ে না এবং সৌনদর্য বৃদ্ধি করে।

আর্থিক সুবিধা

  • বাড়ির ওজন ও নির্মান খরচ দুই ই কমায়
  • Block এর তৈরি পার্টিশন দেয়ালে প্লাস্টার না করলেও কোন অসুবিধা নেই, সরাসরি পেইন্ট করা যায়
  • আকারে বড় ও একই রকম আকৃতির কারণে এই ব্লক দিয়ে তাড়াতাড়ি দেয়াল তৈরী করা যায়, এতে লেবার খরচ এবং সময় বাঁচে ও মর্টার কম লাগে
  • প্লাস্টার থিকনেস কম লাগে, তাই এখানে মর্টারের ও সাশ্রয় হয়
Hollow Block
Concrete Hollow Block

পরিবেশ সংক্রান্ত সুবিধা

  • আমাদের পার্শ্ববর্তী দেশ সহ প্রায় সব উন্নত দেশেই নির্মাণ সামগ্রী হিসাবে
  • Concrete Hollow Block ব্যাবহার করা হয়।
  • সারা বছর ধরেই এই Block তেরি করা যায়
  • পরিবেশ বান্ধব এবং ভুমিকম্প সহনশীল
  • কাঁদামাটির তৈরী নয় বলে প্রতি বছর ফসলী জমির উর্বর মাটিকে রক্ষা করে খাদ্য উৎপাদনে পরোক্ষভাবে সহায়তা করে।
  • ইটের মত কাঠ কয়লা পোড়ানোর প্রয়োজন হয় না। ফলে এতে বনজ সম্পদ ও শক্তির সাশ্রয় হয় ও পরিবেশ বান্ধব।
Concrete Hollow Block

দেওয়ালে ইলেকট্রিক/পানির পাইপ বসানো

ইলেকট্রিক/পানির জন্য পাইপ খাড়াভাবে লাগাতেহলে নির্ধারিত ড্রই অনুযায়ী নির্দিষ্ট দেওয়ালের ব্লকের ফাঁকা অংশের মধ্যে দিয়ে পাইপ দিতে হবে। আড়াআড়ি ভাবে পাইপ বসাতে হলে ছবির মত করে ব্লকের রিব কেটে পাইপ বসাতে হবে।

এই জন্য ইলেক্ট্রিক/পানির পাইপ বসানোর জন্য আগে থেকেই ইলেক্ট্রিক/পানির সাপ্লাই লাইন ড্রাইং এবং প্লানিং থাকা আবশ্যক, যা আপনাকে পরবর্তীতে দেওয়াল কাটা.ভাংগার হাত থেকে রক্ষা করবে। ব্লকের গাঁথুনী শেষ হওয়ার পর যদি ইলেক্ট্রিক/পানির পাইপ লাইনের কোন স্থান পরিবর্তন প্রয়োজন হয় অবশ্যই ব্লক ওয়াল ইলেক্ট্রিক কাটার মেশিন দিয়ে কেটে পাইপ লাইন বসাতে হবে।

সুবিধাসমূহ

  • শুধুমাত্র লিন্টেলের তলায় সাটারিং এর স্ক্যাফোল্ডিং প্রয়োজন হয়।
  • পাশে কোন সাটারিং এর প্রয়োজন পড়ে না।
  • স্ক্যাফোল্ডিং, রড কাটা এবং বাঁধা সহজ বলে সময় ও খরচ সাশ্রয় হয়।
  • ৪”-০” পর্যন্ত লিন্টেলে ৫ সুতা রড়ের দুই টুকরা দিতে হবে।
  • এভাবে ১০/১২ ফুট পর্যন্ত লিন্টেল করা যাবে – সেক্ষেত্রে রড ডিজাইন অনুযায়ী দিতে হবে।
  • সামগ্রীক নির্মাণ কাজ দ্রুততর হয়।
Hollow Block

‌Concrete Hollow Block সীমানা প্রাচীর ও Block কলাম

সীমানা প্রাচীর বা কোন লো-রাইজ নির্মানের জন্য সহজেই সাটারিঙ ব্যতীত কলাম তৈরী করা যায় এতে করে আপনার সময় ও কলামের সাটারিং খরচ বেঁচে যাবে এবং রডের খরচ কমবে। বিল্ডিংয়ের ভিতর দশ *(১০) ফুট বা তার চেয়ে বেশী লম্বা কোন আবদ্ধ দেয়ালের মঝে ছবির মত দুটো ১০ মি.মি. (৩ সুতা) রড দিয়ে ১:২:২ অনুপাতে লিন্টেল পর্যন্ত গ্রাউট করে দিতে হবে।

Hollow Block
Hollow Block
Hollow Block
Hollow Block

Control Joint

দুটো আর,সি.সি কলামের মাঝের দেয়ালের যে কোন একপাশে কলাম ও দেয়ালের মাাঝে ছবির মত করে সিমেন্টের ব্যাগের কাগজ ভাজ করে দিয়ে কন্ট্রোল জয়েন্ট তৈরী করুন।

Hollow Block

Concrete Hollow Block ব্যবহারের সাধারণ নিয়মাবলী

  • সি.সি ছাদ বা কোন সমান মেঝের উপর মশলা দিয়ে প্রথম লেয়াার ব্লক গাঁথতে হবে।
  • গাঁখুনির মশলার মর্টার মিক্স (এক ব্যাগ সিমেন্ট – এ ৩০ মি. লিটার) ব্যবহার করুন
  • শুকনো ব্লক দিয়ে দেয়াল গাঁথুন, সাধারন ইটের মত ব্লক পানিতে ভেজাবেন না।
  • ব্লকের ফাকা অংশে কোন মশলা যাতে না পড়েগ সেজন্যে ব্লকের ফাঁকা অংশের উপর গজ/পাট্টা ধরে মিস্ত্রিকে দেয়াল গাঁথতে বলুন।
  • বীম বা ছাদের নীচে ১/৮ ফাকা রাখুন যা পরে প্লাস্টার করার সময় পূর্ন করে দিতে হবে।
  • দেয়ালের এক প্রান্তে কলামের সাথে সিমেন্টের ব্যাগের কাগজ দিযে কন্ট্রোল জয়েন্ট তৈরী করুন।
  • একদিন সর্বোচ্চ ৯০ মি.মি ব্লকে ৪ লেয়ার, ১০০ মি.মি ব্লকে ৫ লেয়ার, ১৪০ মিমি. ব্লকে ৬ লেয়ার পর্যন্ত দেয়াল গাঁখুন।
  • পরবর্তী দিন স্বাভাবিক মশলা দিয়ে সাধারণ নিয়মে পরবর্তী গাঁখুনী দিন। পুর্ববর্তী গাঁথুনির উপর কোন সিমেন্টের পানি দিবেন না। দরজা জানালা বা উন্মুক্ত অংশের দু’পাশে ফাকা অংশে মেঝে থেকে লিন্টেল লেভেল পর্যন্ত একটি ৩ (তিন) সুতা রড ব্যবহার করুন এবং ব্লকের ফাঁকা স্থান গ্রাউট (১:২:৩) দিয়ে ঢালাই করে দিন।
Concrete Hollow Block
Hollow Block
  • দশফুটের চেয়ে লম্বা দেয়ালের মাঝামাঝি একটি ফাকা অংশে মেঝে থেকে লিন্টেল লেবেল পর্যন্ত ৩ (তিন) সুতা রড দিয়ে ব্লকের ফাঁকা স্থানে গ্রাউট দিয়ে ঢালাই করে দিন।
  • লিন্টেল ডিজাইন অনুযায়ী রড় এবং ১:২:৪ অনুপাতের কংক্রীট দিয়ে ঢালাই করুন।
  • বৃষ্টির দিনে কাজের শেষে গাঁথা অংশ পলিথিন দিয়ে ঢেকে রাখুন
  • ব্লকের জয়েন্ট গাঁথুনির একদিন পর ২/৩ দিন ন্যাকড়া বা পাটের ব্রাশ পানিতে ভিজিয়ে সাধারন কিউরিং করুন
  • প্লাস্টার করার আগে দেয়াল ভালভাবে শুকাতে দিন।
  • বাহিরের দেয়ালের ভিতরে এবং অন্যান্য সকল ভিতরের দেয়ালের দুই পাশেই ৬ মিমি (২ সুতা) প্লাস্টারের মশলা ১:৬ ব্যাবহার করুন। প্লাস্টারের ইন্টারনাল প্লাস্টার মিক্স (এক ব্যাগ সিমেন্ট এ ৩০ মি.লি) ব্যবহার করুন।
  • বাহিরের দেয়ালের বাইরের দিকে ১০ মি.মি (৩ সুতা) প্লাস্টার করুন। প্লাস্টারের মশলা ১:৫ ব্যাবহার করুন। প্লাস্টারে এক্সটারনাল প্লাস্টার মিক্স (এক ব্যগ সিমেন্ট ১৫০ মি. লিটার) ব্যবহার করুন।
  • বৃস্টির দিনে দেয়াল গাঁথুনি বা প্লাস্টারে কোন কিউরিং এর প্রয়োজন নাই।
  • নিয়মের চাইতে বেশি কিউরিং করে সময় ও পয়সার অপচয় করবেন না, তাতে বরং দেয়ালের ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকে।